গতরাত(০৬/০১/১৯) এ কুড়িগ্রাম জেলাস্থ নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঘরজেয়াটারী গ্রামের ইসমাইল শেখের বাড়ি ডাকাতির ঘটনা ঘটে।
ইসমাইল শেখের
পিতাঃআলহাজ্জ মাওঃ মোঃমজিবুর রহমান শেখ,
পেশাঃশিক্ষক,গংগারহাট দাখিল মাদ্রাসা।
ঠিকানাঃ ৭নং নেওয়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর ঘরজেয়াটারী গ্রাম।
বিস্তরিত পড়ুন ইসমাইল হোসেন পাঠানো নিচের বার্তাটিতেঃ-
ভাই,
আমি তো আমার বাবাকে নিয়ে রংপুরের এক ক্লিনিকে আছি। বাবা খুব অসুস্থ। আমার গ্রামের বাড়িতে ছোট ভাই, নানি এবং ফুপু আছে। ওনাদের সবাইকে অজ্ঞান করে দুর্বৃত্তরা বাড়ি ডাকাতি করেছে। তিন ভরি সোনার অলংকার, নগদ ৪১হাজার ৬শত টাকা, পানির পাম্প ১টি, কাপড়, মায়ের চেক বইসহ অনেক কিছু নিয়ে যায় ডাকাতরা। বাড়ির আটটি রুমের দরজা ভেঙ্গে এই কাজগুলো করেছে। গত রাতে এই ঘটনা ঘটে।
0 Comments:
Post a Comment