কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আব্দুল মজিদ ওরফে মজু পাগলা (৫০) কে গলা কেটে হত্যা করে তার নতুন অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে আন্ধারীরঝাড় ইউনিয়নের বীর-ধাউড়ারকুটি গ্রামের বড়ইতলা ব্রীজের নীচে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত মজু পাগলা ওই ইউনিয়নের খামার আন্ধারীরঝাড় গ্রামের মৃত: ময়েজ উদ্দিনের পূত্র। সে ৫দিন পূর্বে অটোরিক্সাটি ক্রয় করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর জানান, রিক্সা ছিনতাইয়ের উদ্দ্যেশে গলা কেটে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
অটোরিক্সা চালক আব্দুল মজিদ মজু পাগলার হত্যায় জড়িত মিজানুর রহমানকে আটক করেছে এবং অটো রিক্সা সহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ধন্যবাদ ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর সহ পুলিশ প্রশাসনকে।
0 Comments:
Post a Comment